দর্শনা দারুস্সুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসা-এ আপনাকে স্বাগতম

দর্শনা দারুস্সুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসা

রেলবাজার (মসজিদ সংলগ্ন), দর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা
 নোটিশঃ 

প্রতিষ্ঠান প্রধানের বাণী এর বিস্তারিত

প্রতিষ্ঠান প্রধানের বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণী

আস্সালামু আলাইকুম! দামুড়হুদা ডি.এস (দারুস সুন্নাহ) দাখিল মাদরাসা ১৯৭৮ সালে স্থাপিত হয়ে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ১৯৮৪ সালে মাদরাসা স্বীকৃতি লাভ করার পর শিক্ষক-কর্মচারীবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদরাসা পরিচালিত হয়ে আসছে।

বর্তমানে মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার বিষয়সমূহ পাঠদান করা হয়। মাদরাসায় সরকার কর্তৃক প্রদত্ত বছরের ১ম তারিখে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। মাদরাসায় সরকার প্রদত্ত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে পাঠদান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে ক্লাসে পাঠদান করানো হয়। এ মাদরাসার সকল শিক্ষক, শিক্ষক বাতায়নের সদস্য হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।

মাদরাসায় বর্তমান শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৮ জন। মাদরাসাটিতে আলিম ক্লাস চালু করার প্রক্রিয়া চলমান। মাদরাসায় পাঠদানের পাশাপাশি নিয়মিত সমাবেশ, জাতীয় সংগীত, সাংস্কৃতিক ও খেলাধুলা সহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়।

বর্তমান সরকারের মহতি উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করার জন্য মাদরাসা শিক্ষার গুরুত্বারোপ করে অত্র মাদরাসার ভবিষ্যত মঙ্গল ও সাফল্য কামনা করি।